বালুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

বালুচিস্তানের সীমান্তবর্তী শহর চামানে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। কেচ জেলায় একটি কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়েছে।
ফ্রন্টিয়ার কর্পস কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যায় পাক-আফগান সীমান্তের কাছে একটি জনাকীর্ণ ট্যাক্সি স্ট্যান্ডে চামান বিস্ফোরণে চারজন তাৎক্ষণিকভাবে নিহত এবং আরও দুজন আহত হন। আহতরাও পরে মারা যান, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ছয়জনে দাঁড়িয়েছে।
সহকারী কমিশনার চমন ইমতিয়াজ বালোচ সংবাদমাধ্যম ডনকে বলেন, "অস্থায়ী দোকানের কাছে বিস্ফোরণটি ঘটে, পুলিশ এবং লেভিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করে।"
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী আসগর আছাকজাই ডনকে মুঠোফোনে বলেন, "বিস্ফোরণে মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকে।"
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দোকানের বাইরে বিস্ফোরক রাখা হয়েছিল। বেলুচিস্তান স্বরাষ্ট্র বিভাগ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
Comments