হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুরের লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি সড়কের সংস্কার কাজের মান যাচাই করতে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল বাসারের নেতৃত্বে দু'সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা রাস্তার বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও নমুনা সংগ্রহ করেন ল্যাব পরীক্ষার জন্য।
হাকিমপুর উপজেলা প্রকৌশলী মো. এন্তাজুর রহমান বলেন, রাস্তার কাজের মান নিশ্চিত করতে আমরা গুরুত্বের সঙ্গে নজরদারি করছি। দুদক তদন্ত করছে, তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।
দুদকের সহকারী পরিচালক মো. খায়রুল বাসার বলেন, সংস্কারকাজের মান যাচাই করতে আমরা নমুনা সংগ্রহ করেছি। ল্যাব পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার লোহাচড়া থেকে সরঞ্জাগাড়ি পর্যন্ত প্রায় ২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৫০০ মিটার রাস্তার সংস্কার কাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে 'সংস্কারের একদিন পরেই হাত দিয়ে উঠছে কার্পেটিং' শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে দুদক।
Comments