বরিশালে দীর্ঘ ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই জনের মৃত্যুদন্ড

দীর্ঘ ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ রায় প্রদান করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনা ঘটে। সেই মামলায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দুই আসামীর উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামীদের এক লক্ষ টাকা জড়িমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কবীর আকন ও জব্বার বেপারি। এরা বরিশালের হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে খাদিজা নামের ওই তরুনীকে বাড়ী যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যে নিয় ধর্ষণ করে আসামীরা। ধর্ষনের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালের ডুবিয়ে রাখা হয়।
এঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্যশিট প্রদান করে। আদালত ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করে।
Comments