ভ্যালেন্সিয়াকে আধ ডজন গোল হজম করালো বার্সেলোনা

স্পেনের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন। দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল তাই ভ্যালেন্সিয়া ম্যাচে ছিলেন না। ঘরের মাঠের এই ম্যাচে বার্সেলোনা শুধু জিতেইনি, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়েছে।
ভ্যালেন্সিয়াকে কোনো সুযোগ না দেওয়া বার্সেলোনার জয় ৬-০ গোলের ব্যবধানে। বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। বার্সা-ও লা লিগা টেবিলে দিয়েছে বিশাল লাফ। পাঁচ থেকে একেবারে দুইয়ে চলে এসেছে তারা। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৫ নম্বরে।
৬ গোল দিলেও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গোলের খাতা খুলতে খুলতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। কয়েকটি সুযোগ মিসের পর ফেরান তোরেসের অ্যাসিস্টে বার্সেলোনাকে লিড এনে দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে গোল হয়েছিল ওই একটিই।
দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনা করে ৩ গোল। বদলি নামা রাফিনহা প্রথম জালের দেখা পান ৫৩ মিনিটে। এরপর ৩ মিনিট পর বুলেট গতির শটে জোড়া গোল পূর্ণ করেন লোপেজ। ডি বক্সের অনেকটা দূর থেকে লোপেজ এত জোরে শট নেন যে, ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।
রাফিনহা জোড়া গোলের দেখা পান ৬৬ মিনিটে। ব্রাজিলিয়ান তারকা লোপেজের দূর থেকে তুলে দেওয়া বল দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দখলে নেন। এরপর কাছের পোস্ট দিয়েই গোল আদায় করে নেন।
বদলি হিসেবে নেমেছিলেন রবার্ট লেভান্ডোভস্কিও। পরের দুটি গোলই আসে তার পা থেকে, প্রায় একই ধরনের দুটি গোলে একবার তাকে অ্যাসিস্ট করেন দানি ওলমো, আরেকবার দীর্ঘদিন পর ফেরা মার্ক বারনাল।
Comments