কেরানীগঞ্জে ব্যবসায়ীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ী স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
১৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে আটি পাঁচদোনা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৮) জানান, বাদশারমোড় এলাকায় তার ন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নামে পাইকারি দোকান ও গুদাম রয়েছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষরা সম্প্রতি তার ব্যবসায়িক গুদামে তালা ঝুলিয়ে দেয় এবং গভীর রাতে গুদামের ভেতর থাকা মালামাল লুটপাট করে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তিনি।
রফিকুলের দাবি, লুটপাট ও অগ্নিকাণ্ডে প্রায় ৯০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী এবং অন্তত ১৫ লাখ টাকার একটি পিকআপভ্যান পুড়ে যায়। তিনি আরও বলেন, "সরকারকে লাখ লাখ টাকা ভ্যাট দেওয়ার পরও প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছি না। বরং প্রতিপক্ষের মিথ্যা মামলায় আমাকে জেল খাটতে হয়েছে।"
অভিযুক্ত পক্ষের প্রতিনিধি তাজিম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে জানান, জমিটি তার নিজের এবং সালিশে বহুবার তার পক্ষে রায় এসেছে। তিনি দাবি করেন, ব্যবসায়ী রফিকুল জোরপূর্বক ওই জায়গায় ব্যবসা চালাচ্ছেন এবং জমির ভাড়াও দিচ্ছেন না।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, বিষয়টি তদন্তাধীন। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষই অভিযোগ করেছেন। প্রমাণ সাপেক্ষে যিনি দায়ী হবেন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments