নাটোরে সাড়ে ৪ মন গাঁজা সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ

নাটোরে যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ৪ মন গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে যানবাহনে তল্লাসী শুরু করে।
এসময় নারায়ণগঞ্জ থেকে চাঁপাই নবাবগঞ্জগামী পন্যবাহী একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ১৬০ কেজি গাঁজা জব্দ করে।আটক করে লালন ও সাবেরুল ইসলাম নামে ২ জনকে।
এরপর একই স্থানে নৌয়াখালী থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে আরো ১৪ কেজি গাঁজা সহ ওয়াদুদ আলী ও ফসের আলী নামে ২ যাত্রীকে আটক করে ডিবি।
Comments