কেরানীগঞ্জে ৯৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ৯৬ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. মোস্তফা হাওলাদার (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার পশ্চিম রতনপুর এলাকার মোবারক হাওলাদারের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৯৬ গ্রাম হেরোইন ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মোস্তফা হাওলাদার পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Comments