'অতীতের সরকারের মতো ভবিষ্যতে কোন সরকার হবেনা'

উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার জাতীয় নির্বাচন আগামি ফেব্রুয়ারী মাসের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে জবাবদিহিতা থাকবে। অতীতের সরকারের মতো ভবিষ্যতে এধরনের কোন সরকার হবেনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেস্টা ব্রিগেডিয়ার অব ড. এম সাখাওয়াত হোসেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে নিজ মন্ত্রনালয়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, মীরগঞ্জ ব্রীজের কাজ আগামি ডিসেম্বরের মধ্যেই ভিত্তি প্রস্তর হবে। ভাঙা থেকে বরিশালে রেলওয়ের ডিপিপি আগে দেয়া রয়েছে। রেলওয়ে আপাতত আমাকে বরিশাল পর্যন্ত কাজের কথা জানিয়েছেন। আর বরিশালের পরে পটুয়াখালী পর্যন্ত রেলওয়ে নিতে অনেক পয়সা খরচ করতে হবে। তাই এই পুরাটা পথ করতে হবে প্লানিং-এ দুই থেকে তিন বছর সময় শেষ হয়ে যাবে, তাই আমি থাকতে থাকতে যেন প্ল্যানিংটা করে ফেলে এবং পাশ হয় সেই জন্য বলেছি।
ভোলার গ্যাস ভোলার মানুষ না পাওয়ায় সেখানকার মানুষের মাঝে দুঃখ রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানকার মানুষের বাসা বাড়িতে গ্যাস দিলে কতটুকু আর প্রয়োজন হবে কিন্তু ভোলাবাসী তাদের গ্যাস পাচ্ছে না। তবে এর থেকে দুঃখজনক রাতে কেউ অসুস্থ হলে ভোলা থেকে বরিশালে রাতের বেলা আনা খুব কঠিন। এজন্য আমরা কিছু উদ্যোক্তাকে বলেছি যেন সর্বোচ্চ সুবিধা বিশিষ্ট দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তারা করেন।
তিনি বলেন, বিশেষ করে ২ বারের চ্যাম্পিয়ান বরিশাল দল। তাই এবারের বিপিএল বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা জানান তিনি।
এছাড়াও বরিশালের ঐতিহ্য স্টীমার সার্ভিসটি আগামি অক্টোবরের মধ্যেই চালু করার আশ্বাস দেন এই উপদেস্টা।
এর আগে নৌ পরিবহন উপদেস্টা ব্রিগেডিয়ার অব ড. এম সাখাওয়াত হোসেন বরিশাল জেল খাল পরিদর্শন করেন। পোর্টরোড সংস্কারসহ বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের স্থান পরিদর্শন করেন।
Comments