দক্ষিণ কেরানীগঞ্জে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামে এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন সাগীর। নাজিরেরবাগ সড়কে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্ত্রী টিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিল। কিছুক্ষণ পরই খবর পাই তাকে মেরে ফেলে রাখা হয়েছে। আমার স্বামীর কারো সঙ্গে শত্রুতা ছিল না। কেন এমন হলো, বুঝতে পারছি না।
চার মাস আগে চাকরির সুবাদে রাজধানীর ইসলামপুর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন সাগীর। হঠাৎ ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহায়তায় প্রাথমিক তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের পরিচয় ও পারিবারিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত জানা যাবে।
Comments