জামালপুরে মাদক পাচারের সময় ট্রাকসহ দুইজন আটক

জামালপুরে মাদক পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জামালপুর সদরের কাচাসড়া গ্রামের মাজেদ আলীর পুত্র ট্রাক চালক খোকন এবং ট্রাকটির চালকের সহকারী বেলটিয়া এলাকার নায়েব আলী শেখের পুত্র সজল।
অভিযোগ রয়েছে ট্রাকের মালিক আওয়ামী লীগের আমলের প্রভাবশালী এই সুবিধাবাদী ব্যবসায়ী ও মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা দীর্ঘ দিন যাবত তার বিভিন্ন ব্যবসার আড়ালে তার নিজস্ব পরিবহনের মাধ্যমে মাদক পাচার করলেও অদৃশ্য কারণে সব সরকারের আমলেই ধরাছোঁয়ার বাইরে থাকেন।
এ বিষয়ে আটককৃত ট্রাকের মালিক মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জামালপুর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান, গোপন সংবাদে শহরের কম্পপুর এলাকায় অভিযান চালিয়ে ভূট্টা ভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
Comments