ছাগলকাণ্ডের মতিউরকে ‘অনৈতিক সুবিধা’ দেয়ায় ১১ পুলিশ বরখাস্ত

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে 'অনৈতিক সুবিধা' দেয়ার অভিযোগে পুলিশের ১১ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
জেলা পুলিশের আদেশে বলা হয়, গত ১২ আগস্ট ওই পুলিশ সদস্যরা মতিউরকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নিয়ে যান। হাজিরা শেষে ফেরার পথে নরসিংদীর একটি রেস্টুরেন্টে খাবারের জন্য যাত্রাবিরতি দেয়া হয়। সে সময় স্কর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে তাকে নানান সুযোগ-সুবিধা দেন।
এদিকে, ভ্যান থেকে নেমে রেস্তোরাঁয় মতিউরের অবস্থান নেয়া ও আগে থেকে সেখানে থাকা একজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে থাকা ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
Comments