অস্ত্রোপচার করানো ছাড়া উপায় নেই নিশোর

অভিনেতা আফরান নিশো গেল মাসেই জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। দীর্ঘদিনের হাঁটুর জটিলতা আর মেরুদণ্ডের ব্যথা এখন তার কাজকর্মে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ওয়েব সিরিজ 'আকা'র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি জানালেন, সাত বছর আগে শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনাই আজও তাকে ভোগাচ্ছে।
নিশো বলেন, আমার পায়ে যে লিগামেন্ট সমস্যা আছে, সেটার জন্য অস্ত্রোপচার করানো ছাড়া উপায় নেই। পাশাপাশি স্পাইনের সমস্যার কারণে নিয়মিত থেরাপি আর ব্যায়াম করতে হয়। আমি অভ্যাসবশত নিচু হয়ে বসি আবার এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকি। সুস্থ থাকতে অভ্যাসগুলোর পরিবর্তন করতে হবে।
প্রায় সাত-আট বছর আগে রাজধানীর কাউলাতে নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন নিশো। হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। চিকিৎসকের পরামর্শ ছিল অন্তত এক মাস বিশ্রাম নেয়ার, কিন্তু ব্যস্ত শিডিউলের চাপে মাত্র তিন দিনের জন্য বিরতি নেন। এ বিষয়ে নিশো বলেন, তখন মনে হয়েছিল, এক মাস শুটিং বন্ধ রাখলে সেটা অপরাধ হবে। নিজের শরীরের কথাও খুব একটা ভাবিনি। কয়েকটা এক্সারসাইজ করতাম, ভেবেছিলাম পা ঠিক হয়ে গেছে।কিন্তু সময়ের সঙ্গে সমস্যাটা আরও প্রকট হয়েছে। কখনো শুটিং সেটে, কখনো খেলাধুলায় হঠাৎ করেই ব্যথা ফিরে আসে।
নিয়ো আরও বলেন, এই ব্যথা অনেকটা হঠাৎ ইলেকট্রিক শকের মতো। কখনও আশফাক নিপুনের কাজ করতে গিয়ে হয়েছে, কখনও অমির কাজে। এমনকি সুড়ঙ্গ সিনেমার পর ক্রিকেট খেলতে গিয়েও আবার আঘাত পেয়েছি। সর্বশেষ ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলতে খেলতেও হাঁটুতে চোট লেগেছে। এখন তাই চিকিৎসার পরামর্শ মেনে হাঁটুর অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন আফরান নিশো। তিনি বলেন, এ অবস্থায় শুটিং করা ঝুঁকিপূর্ণ। সুস্থ হয়ে, পুরোপুরি প্রস্তুত হয়েই আবার কাজে ফিরতে চাই।
অক্টোবরের শেষদিকে রেদওয়ান রনির নতুন সিনেমা 'দম'–এর শুটিং শুরু করার কথা রয়েছে নিশোর। আর এর আগেই তাকে পর্দায় দেখা যাবে 'আকা' ওয়েব সিরিজে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটির স্ট্রিমিং শুরু হবে আগামী মাসের শুরুতে।
Comments