যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট দিলে মিলবে না ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে কিংবা কাজ করতে চাইলে আবেদনকারীর যেকোনো কার্যকলাপ পরীক্ষা করা হবে। যার মধ্যে রয়েছে তাদের সোশ্যাল মিডিয়া চেক করা। মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) মুখপাত্র ম্যাথিউ ট্র্যাজেসার এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র ম্যাথিউ ট্র্যাজেসার বলেন, 'যারা দেশকে ঘৃণা করে এবং আমেরিকা-বিরোধী মতাদর্শ প্রচার করে তাদের আমেরিকার সুবিধা দেয়া উচিত নয়।'
বিষয়টি এরই মধ্যে অভিবাসন আইনজীবী এবং অন্যান্য আইনজীবীদের আতঙ্কিত করে তুলেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এর নীতিগত আপডেটে বলা হয়েছে, আবেদনকারীদের 'আমেরিকা-বিরোধী বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনও সম্পৃক্ততা' ছিল কিনা, অথবা "ইহুদি-বিরোধী কার্যকলাপের কোনও প্রমাণ আছে কিনা" তা অভিবাসন কর্মকর্তারা দেখতে পারবেন।
জুন মাসে ট্রাম্প প্রশাসন কর্তৃক অভিবাসন স্ক্রিনিংয়ে ইতিমধ্যেই চালু করা সোশ্যাল মিডিয়া যাচাইকরণ, যে কোনও 'আমেরিকা-বিরোধী কার্যকলাপের' জন্য অনুসন্ধান অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারিত করা হবে, এতে বলা হয়েছে।
এটি অভিবাসন বিধিমালার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের সর্বশেষ পদক্ষেপ, অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসা থেকে বিরত রাখার জন্য অনেক নতুন পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) একজন কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর এই বছর ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। এবং জুন মাসে, পররাষ্ট্র দপ্তর বলেছে যে দূতাবাস এবং কনস্যুলেটগুলিকে 'আমাদের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাতা নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাবের' জন্য ছাত্র ভিসা আবেদনকারীদের পরীক্ষা করতে হবে।
Comments