সূচক কমলেও লেনদেন ফের হাজার কোটির ওপরে

টানা তিন কার্যদিবসের উত্থানের পর মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন হয়েছে। সূচকের পতন সত্ত্বেও লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, সূচকের দোলাচল থাকলেও লেনদেনে গতি ফিরে আসায় বাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১১ পয়েন্টে। আগের দিন সোমবার সূচক বেড়েছিল ১৮ পয়েন্ট, রবিবার বেড়েছিল ৫১ পয়েন্ট এবং বৃহস্পতিবার বেড়েছিল ৩৬ পয়েন্ট। তবে এর আগে টানা সাত কার্যদিবসে সূচক হারিয়েছিল ২২২ পয়েন্ট।
এদিন ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬২ কোটি টাকা বা ৬ শতাংশ।
লেনদেন হওয়া ৪০০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে সমান সংখ্যক ১৬৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৭২টির দর। বাজার সমানতালে ওঠানামা করলেও লেনদেনের গতি ধরে রাখায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকার। সেখানে ২৩২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৯টির, অপরিবর্তিত থেকেছে ২৬টির দর। সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পতনের ধাক্কা কাটিয়ে বাজারে নতুন করে কিছু ইতিবাচক সাড়া মিলছে। গত তিন দিবস সূচকের উত্থানে কিছু শেয়ারের দর বেড়েছে। এসব শেয়ার থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে কিছু শেয়ার বিক্রি করছেন, অন্যদিকে কিছু নতুন শেয়ার কেনার প্রবণতাও দেখা যাচ্ছে। এ কারণে সূচকে দোদুল্যমানতা থাকলেও লেনদেনের পরিমাণ স্থিতিশীল থেকে ধীরে ধীরে বাড়ছে।
Comments