আলেম-ওলামাদের সমাবেশ থেকে দারিদ্র্য ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা

ঢাকার সাভারে আলেম-ওলামাদের অংশগ্রহণে দারিদ্র্য ও মাদকমুক্ত, সুস্থ এবং সচেতন সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১৬ আগস্ট) উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া আনোয়ারা কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা ফজলুল করিম, সাভার মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এবং সমাজসেবক হাজী শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের অলিগলিতে মাদকের ভয়াবহতা বাড়ছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা জোর দিয়ে বলেন, আলেম সমাজের দ্বারাই মসজিদভিত্তিক সচেতনতা গড়ে তোলা সম্ভব। তরুণদের নামাজ, কোরআন অধ্যয়ন ও ধর্মীয় অনুশাসনের দিকে আকৃষ্ট করতে পারলেই সমাজ থেকে মাদকমুক্তির পথ সুগম হবে।

সভায় দারিদ্র্য বিমোচনের উপায় নিয়েও আলোচনা হয়। বক্তারা মনে করেন, ইসলামিক ব্যাংকিং, যাকাত ব্যবস্থার সঠিক প্রয়োগ এবং ধনী-গরিবের মাঝে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন হলে সমাজে দারিদ্র্যের হার অনেকাংশে কমে আসবে। এছাড়া আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পে তরুণদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
এসময় বক্তারা সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে দারিদ্র্য ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা ও ধারাবাহিক প্রচারণাই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হবে বলে তারা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সাভার ও কেরানীগঞ্জের শতাধিক মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং স্থানীয় সমাজসেবকরা অংশ নেন। উপস্থিত সবার সম্মতিতে সমাজ উন্নয়নমূলক একটি প্রস্তাবনা গৃহীত হয়, যা ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।
Comments