গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃক্ষের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। কেন্দ্রীয় কালীবাড়ীসহ বিভিন্ন সংগঠন এসব শোভাযাত্রার আয়োজন করে।
আজ শনিবার (১৬ আগষ্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে শেষ হয়। এ শোভাযাত্রীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়া ইসকন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন ধর্ময়ি সংগঠন জেলা শহরের শোভাযাত্রা বের করে। আগামীকাল রোববার (১৭ আগষ্ট) মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে দুইদিনের কর্মসূচী শেষ করবে ইসকন। এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা ও পূজাআর্চনা অনুষ্ঠিত হয়।

ভক্ত বিজন রায় বলেন, পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়েছি। এরপর পূজায় অংশগ্রহন করি। ভগবানের কাছে যাওয়া দেশের সকলে যেন ভালো থাকে।
অপর ভক্ত সম্পা সাহা বলেন, পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বড় মেয়েকে রাধা ও ছোট মেয়েকে কৃষ্ণ সাজিয়ে এনেছি। এরপর পূজায় অংশগ্রহন করি। আশা করি ভগবান সবার মঙ্গল করবে।
কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ীর সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জেলা শহরের শোভাযাত্রা বের করা হয়। এরপর পূজা অর্চনা অনুষ্ঠিত হবার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আমাদের সকলের চাওয়া পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ সবার মঙ্গল করবে।
Comments