মালয়েশিয়ার সংসদে বাংলাদেশি পর্যটকদের নিয়ে আলোচনা, কেন তাদের প্রবেশে বাধা?
বাংলাদেশ -পাকিস্তানসহ কয়েকটি দেশের পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশের সময় কেন অতিরিক্ত প্রশ্ন, ব্যাপক তল্লাশি ও যাচাই-বাছাই সম্মুখীন হতে হয় তা নিয়ে এবার মালয়েশিয়ার সংসদে প্রশ্ন তুললেন বিরোধী দলীয় এক সংসদ সদস্য। তিনি এ সময় অভিযোগ করে বলেন ইদানিং মালয়েশিয়ায় প্রবেশের জন্য কিছু দেশের পর্যটকদের আলাদা আচার-আচরণ শিখতে হচ্ছে। এই সাংসদ অভিযোগ করে বলেন, বাংলাদেশসহ কয়েকটি দেশের পর্যটকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে।
স্থানীয় সময় বুধবার ( ১৩ অগাস্ট) মালয়েশিয়ার সংসদে আলোচনার সময় দেশটির পি এন - আরাউ নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য দাতুক সেরি শাহিদান কাসিম মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সির (এমবিসিপিএ) মহাপরিচালক দাতুক সেরি শুহাইলি মুহাম্মদ জহির কাছে এই প্রশ্ন তুলেন।
এ সময় তিনি বলেন, চীনা পর্যটকদের তুলনায় বাংলাদেশ, পাকিস্তান এমনকি ইন্দোনেশিয়ার থেকে আসা পর্যটকদের কঠিন জিজ্ঞাসাবাদ এর মুখোমুখি হতে হয়। মালয়েশিয়ার এই সংসদ সদস্য এমবিসিপিএ এর পরিচালকের উদ্দেশ্য বলেন, কেন বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া পর্যটকদের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হতে হয় ? অন্যদিকে চীন থেকে আসা পর্যটকদের সহজে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশীসহ কয়েকটি দেশের পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
১৩ অগাস্ট বুধবার ২০৪ বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয় এবং নিজ নিজ দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে ৩ জুন একদিনে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কালিয়া -১ ও ২ ২৭৯ জনকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেয় এমবিপিসিএ। যাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশী, ৩৩ জন পাকিস্তানের ও ভারতের ৬ জন নাগরিক।
 
        
      
Comments