সংস্কার আন্দোলনের অনশনে হামলার অভিযোগ রনির

সংবাদ সম্মেলনে সংগঠক মহিউদ্দিন রনি দাবি করেছেন আন্দোলন ব্যাহত করতে শেবাচিম হাসপাতালে স্টাফরা তাদের উপর হামলা করেছে। হামলা করে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সিন্ডিকেট বন্দের আন্দোলন কোনক্রমেই বন্ধ করা যাবে না। আগে তিনটি দাবি থাকলেও এখন চারটি দাবি সংযুক্ত করার কথা জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মহিউদ্দিন রনি।
তিনি বলেন শান্তিপূর্ণ এই আন্দোলনে, শান্তিপূর্ণ অনশনে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে স্টাফদের ড্রেস পরিহিত একটা দল তারা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের ওপরে অতর্কিত হামলা চালায়। এবং প্রত্যেকে মারাত্মকভাবে আহত হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বরিশালে স্বাস্থ্যের ডিজি এসে যে কথাগুলো বলেছেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক আর কেউ যদি আন্দোলন করে তাহলে প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা মনে করি তারই এমন উস্কানিতে শিক্ষার্থীদের ওপর এই হামলা টা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
গেল ১৮ দিন ধরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল হাসপাতাল এর অব্যবস্থাপনা দূর করারসহ তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করছে ছাত্র-জনতা। প্রথমে আন্দোলন মেডিকেল ক্যাম্পাস এবং নগরী কেন্দ্রিক হলেও পরবর্তীতে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকা অবরোধ কররে ব্লোকেড এবং গত ৬দিন ধরে দুই শিক্ষার্থী অনশন শুরু করেন।
এর মধ্যে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর দ্রুত সংস্কারসহ স্বাস্থ্য খারাপ উন্নতির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সংস্কার আন্দোলন থেকে বুধবার রাতে ঘোষণা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজের শিক্ষার্থীরা।
অপরদিকে এই আন্দোলন চলমান রেখে আমরণ অনশনের ডাক দেন মহিউদ্দিন রনি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে শেবাচিম হাসপাতালের সামনে কিছু শিক্ষার্থীদের সাথে মেডিকেল স্টাফদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় মেডিকেল এলাকায়। এ ঘটনা সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন রনি নতুন করে কর্মসূচি ঘোষণা করার কথা জানান।
এদিকে সকালে হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
Comments