রাজশাহীতে সোশ্যাল একাউন্ট্যাবিলিটি টুলস্ কর্মশালা

আজ বুধবার রাজশাহীতে আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে, একদিন ব্যাপি সোশাল একাউন্ট্যাবিলিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
একাউন্ট্যাবিলিটি বা জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পারভেজ রায়হান বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সমসাময়িক অনেক দেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চতকরনে যে অগ্রগতি দেখিয়েছে সে অনুযায়ী আমাদের দেশ এখুনো পিছিয়ে আছে।এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি দেশের কর্মক্ষমতা সূচক বৃদ্ধি এবং সেবার মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল,অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন,নাগরিক সনদ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে আলোচনা করেন।উক্ত কর্মশালায় প্রজাতন্ত্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments