জুলাই আন্দোলনে প্রবাসীদের নিয়ে বক্তব্য দেওয়ায় আনুষ্ঠানিক ধন্যবাদ দিল মালয়েশিয়া প্রবাসীরা

মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপনে সংবাদ সম্মেলন করছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা। কুয়ালালামপুর, (১০ আগস্ট) রবিবার, গত বছরের (২০২৪) জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের গণআন্দোলনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক বক্তব্যে বিশ্বে সকল প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমানের এই বক্তব্যে মালয়েশিয়া প্রবাসীর তাকে ধন্যবাদ জ্ঞাপনে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী এম রহমান রাজিব ও চিত্র নির্মাতা, লেখক জাফর ফিরোজের উদ্যোগে বুকিট বিন্তাং কুয়ালা লামপুরের ভি আই পি পিঠা ঘরের হল রুমে স্থানীয় সময় বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটি।
বিশেষ সম্মাননা প্রদান সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন অন্যতম বিশ্ব বরেণ্য ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। তিনি বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় প্রবাসীদের মনোবল জোগাতে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে তারেক রহমানের মূল্যবান বক্তব্য ছিল অনন্য প্রেরণার উৎস।প্রবাসীরা অর্থ, সময় ও প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে সফল করতে ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাকালিন প্রবাসে শ্রমিক রপ্তানি শুরু করেন, বিএনপি সরকারের সময়ে প্রবাসীদের সমস্ত সুযোগ সুবিধা বলবত ছিল, আগামীতে বিএনপি সরকার পরিচালয় আসলে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করবেন তারেক রহমান, যা তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী, ব্যবসায়ী এস এম বশির আলমের সঞ্চলনায় অনুষ্ঠানের আয়োজক এম রহমান রাজিব ও জাফর ফিরোজ তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, তারা দেশের ভবিষ্যতের সহ-নির্মাতা হতে চায়, আজকের এই সংবাদ সম্মেলন শুধু কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানোর জন্য নয়, আমি আজকে কিছু প্রত্যাশা নিয়ে এসেছি আগামীর প্রধানমন্ত্রীর কাছে। আমি মনে করি জনাব তারেক রহমান সম্প্রতি স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা শুধু একটি বক্তব্য নয় এটি আমাদের দীর্ঘদিনের ত্যাগের প্রতি ন্যায্য সম্মান। প্রবাসীরা হবে বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতির ত্রিমাত্রিক শক্তি।আমরা চাই, প্রধানমন্ত্রী হলে জনাব তারেক রহমান প্রবাসীদেরকে নীতি-নির্ধারণে অংশীদার করবেন। প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, তারা দেশের ভবিষ্যতের সহ-নির্মাতা হতে চায়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে এবং এই কৃতজ্ঞতা ও সম্মাননা সেই অবদানেরই প্রতীক হিসেবে কাজ করবে।
সাংবাদিকদের পক্ষথেকে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন।
দেশের জনগণ ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ব্যবসায়ী, কমিউনিটি নেতা তালহা মাহমুদ।
কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মঞ্জ খা, জাকির হোসেন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, রমজান আলি, আলি খান জুয়েল, নূরে সিদ্দিকী সুমন, আলামিন মোল্লা, মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামান মাসুম, আমিনুল ইসালাম বিপ্লব, হাসিবুর রহমান শান্ত, কে এ সবুজ, ইমন, হেলাল শিকদার, আল-ইমরান, মারুফ ইলাহী, এম মোজাম্মেল হক প্রধান, জাকারিয়া, বাবু সরকার, শরিফ, ইসমাইল আকন্দ, হান্নান মল্লিক ও মিন্টু সহ বিভিন্ন শ্রেণি পেষার প্রবাসীরা।
Comments