বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে পাস করেছে ২৬ শিক্ষার্থী

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে পাস করেছে ২৬ জন।
আজ রবিবার (১০ আগস্ট) বোর্ডের ওয়েবসাইডে এ ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন পাস করেছে। ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ২৭৬ জনের ফলাফলের গ্রেডে পরিবর্তন এসেছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছরের এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী ৩৮ হাজার ৪৩৭টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন করেন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮। ফেল করেছিল ৩৬ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। ফেলে থেকে ২৬জন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এই বোর্ডে পাশের সংখ্যা দাঁড়িয়েছেন ৪৬ হাজার ৭৮৪ জনে। জিপি-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪০টিতে।
Comments