লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম লতিফপুর মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, রাতের দিকে দোকান থেকে বের হওয়ার পর সড়কের ওপর ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির একসময় মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ইদানীং স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, বাড়ানো হয়েছে পুলিশের টহল।
Comments