রুশ ড্রোনে ভারতীয় সরঞ্জাম পাওয়ার দাবি ইউক্রেনের

ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় সরঞ্জাম পাওয়ার দাবি করছেন কিয়েভের কর্মকর্তারা। মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রেসিডেনশিয়াল চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক এ দাবি করেছেন।
তার মতে, যুদ্ধের ময়দান এবং বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত হামলায় ব্যবহৃত ড্রোনে ভারতীয় সরঞ্জামের অস্তিত্ব পাওয়া গেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষ সূত্রে এ দাবি যাচাই করতে পারেনি।
ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস জানায়, তাদের পর্যালোচনা করা নথি অনুসারে, গত বছর থেকে একাধিক মনুষ্যবিহীন কমব্যাট ড্রোনে ভারতে তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে অন্তত দুইবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্তরে চিঠি পাঠানো হয়েছে।
ইউক্রেনের দাবি, ভারতের 'বিষয় ইন্টারটেকনোলজি' এবং 'অরা সেমিকন্ডাক্টর' নামের দুই সংস্থার তৈরি যন্ত্রাংশ ব্যবহার হচ্ছে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে।
দাবি করা হচ্ছে, রাশিয়ার ইরানি নকশার 'শহিদ ১৩৬' ড্রোনের ভোল্টেজ রেগুলেটর ইউনিনে বিষয় ইন্টারটেকনোলজির 'ব্রিজ রেক্টিফায়ার ই৩০০৩৫৯' আছে। আর ড্রোনটির স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আছে- অরা সেমিকন্ডাক্টারের তৈরি 'সিগনাল জেনারেটর এইউ৫৪২৬এ' চিপ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সালিভানের সাম্প্রতিক নয়াদিল্লি সফরের সময় ইউক্রেনের কূটনীতিকরা রুশ ড্রোনে ভারতীয় এই যন্ত্রাংশ পাওয়ার বিষয়টি তাকেও জানান।
ইউক্রেন চায়, রাশিয়ার সঙ্গে সামরিক সংযোগ হতে পারে - এমন যে কোনো যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করুক ভারত।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ড্রোন ও অন্যান্য সামরিক হাতিয়ার তৈরির প্রয়োজনে যন্ত্রাংশ কিংবা প্রযুক্তি সরবরাহ সীমিত করার চেষ্টা করছে, তখন মস্কো এগুলো ভারত, তুরস্ক ও চীনের মতো তৃতীয় পক্ষের কোনো দেশের কাছ থেকে সংগ্রহ করে চলেছে।
Comments