ফরিদপুরে নববধূ হত্যা, স্বামী পলাতক

ফরিদপুরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকায় মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুদিন আগে তাকে হত্যার পর বাসার মেঝেতে মরদেহ ফেলে রাখা হয়। শনিবার (৯ আগস্ট) দুপুরে পশু চিকিৎসক জলিলের বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে এই বাসা ভাড়া নিয়েছিলেন তিনি। বাড়িওয়ালার স্ত্রী নীরুন্নাহার বারী জানান, মিম একটি বিউটিপারলারে কাজ করতেন, আর মিরাজ নিজেকে দোকানের কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। তাদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো।
নীরুন্নাহার জানান, শনিবার ভোরে মিরাজ তাকে গেট খুলে দিতে বলেন, দাবি করেন তার এক আত্মীয় মারা গেছে। গেট খোলার পর তিনি চলে যান। সকালে মিরাজের আত্মীয় পরিচয়ে দুজন যুবক এসে বাসায় প্রবেশ করতে চান। তাদের সঙ্গে গিয়ে তিনি মিমের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই দুজন পালিয়ে যান। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড দুদিন আগে সংঘটিত হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, এবং মিরাজসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Comments