রোনালদোর ফিট থাকার রহস্য কী? জানালেন সাবেক সতীর্থ

ফুটবল দুনিয়ায় স্বাস্থ্য সচেতনতায় এক অনন্য নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অনুশীলন, খাবার কিংবা বিশ্রাম—সবকিছুতেই নিজের শরীর ও পারফরম্যান্সের বিষয়ে অত্যন্ত যত্নশীল পর্তুগালের এই কিংবদন্তি ফরোয়ার্ড। এবার সিআরসেভেনের ঘুমের অভ্যাস নিয়েও সামনে এলো এক চমকপ্রদ তথ্য। রোনালদো নাকি ফিট থাকতে ফাইভজি প্রযুক্তিকে ভয় পান!
ইউরোপের পাট চুকিয়ে রোনালদো এখন খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকা নাকি রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মোবাইল ফোন বিছানার পাশে রাখেন না। এমনকি ফোনের ফাইভজি সিগন্যালও নাকি বন্ধ করে দেন। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার সাবেক পর্তুগিজ সতীর্থ সেদ্রিক সোয়ারেস।
'ইএসপিএন ব্রাজিল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, 'রোনালদো এমন সময় আছে যখন সে ফোন ব্যবহারই করে না। সে বলে এটা তার ঘুমের ওপর প্রভাব ফেলে, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমায়। এমনকি ৫জি চালুও রাখে না। একবার সে আমাকে বলেছিল, 'সেদ্রিক, ফাইভজি ব্যবহার কোরো না, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়।'
৪০ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলে দাপটের সঙ্গে খেলে চলেছেন রোনালদো। জাতীয় দলের পাশাপাশি আল-নাসরের হয়ে ক্লাব ক্যারিয়ারে গোল করে যাচ্ছেন তিনি, অনুশীলনেও দিচ্ছেন নিজের সর্বোচ্চটা। এই বয়সেও ফিটনেস ধরে রাখার পেছনে বারবার তিনি বলে আসছেন, ঘুম এবং বিশ্রামই তার দীর্ঘ ক্যারিয়ারের বড় সহায়ক।
তবে শুধু রোনালদোই নন, কোভিড-১৯ সময়কালে ৫জি নিয়ে গুজব ছড়িয়েছিল বিশ্বজুড়েই। অনেকেই বিশ্বাস করতেন ফাইভজি নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় বা ভাইরাস ছড়াতে পারে। যদিও সেসব তথ্য বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। তবুও হয়তো প্রযুক্তির এই যুগে থেকেও কিছু বিষয়ে অতিরিক্ত সতর্ক তিনি।
এদিকে সম্প্রতি আল-নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে তুলুজের বিপক্ষে গোল করেছেন রোনালদো। তবে পর্তুগালের অপেক্ষাকৃত দুর্বল দল এস্ট্রেলা দা আমাদোরার বিপক্ষে হার মানতে হয় তাদের। যদিও সামনে ক্লাব মৌসুমে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন এই 'ফিটনেস ফ্রিক' তারকা।
Comments