মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ: মিরাজ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক নেমে এসেছে সারাদেশে। এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। খেলা শুরুর আগে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
ম্যাচ চলাকালে বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন,'উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি। সত্যি বলতে সবারই খুব খারাপ লেগেছে। আমরা যারা দলের সঙ্গে আছি, প্রতিটা খেলোয়াড়ের মন খারাপ ছিল। এখনও খারাপ লাগছে। আমাদের সবারই সন্তান আছে, মা-বাবা আছে, ভাই আছে। কালকের ঘটনাটা অনেক বড় দুর্ঘটনা ছিল।'
তিনি আরও বলেন,'ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে গেছে, অনেক বাচ্চা চিৎকার করছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে, মানুষ হাসপাতালে ছুটছে। এমন দৃশ্য আসলে দেখা যায় না। ব্যক্তিগতভাবে কাল থেকে আমার মন অনেক খারাপ।'
মিরাজ জানান, তারা কিছু করতে না পারলেও একটাই কাজ এখন সবাই করতে পারে—দোয়া। তিনি বলেন,'আমাদের তো কিছু করার নেই। শুধু দোয়া করতে পারি। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করছি। বাংলাদেশের প্রতিটা মানুষও নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবে, সাহায্য করবে। যারা মারা গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, যারা হাসপাতালে আছে তাদের জন্যও। আশা করি যারা অসুস্থ আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'
Comments