রক্ত দিতে বার্ন ইউনিটে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

দুপুর ১২টা। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দেখা গেল শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তারা এসেছেন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সাহায্যে। ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন রক্ত দিতে। এমনকি আর্থিক সাহায্যের দরকার হলেও সেটা দিতে প্রস্তুত তারা।
সমাজে নানাভাবে নিগ্রহের শিকার এসব মানুষ বলছেন, যারা আহত হয়েছে, ওরা তো আমাদেরই সন্তান। ওদের বিপদে আমরা ওদের পাশে আছি।
সরেজমিনে দেখা যায়, এসব তৃতীয় লিঙ্গের মানুষেরা হাসপাতালের সামনে রক্তদাতা সংগ্রহের জন্য বসানো বুথে গিয়ে নিজেদের নাম, রক্তের গ্রুপ ও নাম্বার দিয়ে তালিকাবদ্ধ হচ্ছেন।
রক্ত দিতে আসা তৃতীয় লিঙ্গের মানুষরা জানান, সবাই আহতদের রক্ত দিতে এসেছেন। এছাড়াও অন্য যেকোনো ধরনের সাহায্য করতে তারা প্রস্তুত।
শান্তি হিজড়া ফাউন্ডেশনের সদস্য মীম বলেন, 'আহতরা তো আমাদেরই সন্তান। আমাদেরই ভাই-বোন। আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। ওদের যদি রক্ত লাগে কিংবা আরও কিছু লাগে, আমরা সবাই সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।'
তিনি বলেন, 'আমাদের অন্তত ৬০ জন তাদের রক্তের গ্রুপ জানেন। আমাদের মাঝে নেগেটিভ ও পজিটিভ দুই ধরনের রক্তদাতারা আছেন। যাদের রক্তের গ্রুপ জানা নেই, তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত দেওয়া হবে।'
আরেক সদস্য রুমালি বলেন, 'আমার রক্তে যদি একজন মানুষেরও জীবন বাঁচে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।'
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বে থাকা তৃতীয় লিঙ্গের মানুষদের গুরু মা রোকসানা হাজী বলেন, আমরা দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার দেশের ছেলেমেয়েরা আজ বিপদে। তাদের রক্ত দিতে আমরা এসেছি। ইতোমধ্যে ঢাকায় থাকা আমাদের সদস্যরা এসেছেন। ঢাকার বাইরে থেকেও আসছেন মানুষের পাশে দাঁড়াতে। আমরা সবাই রক্ত দেব।
তিনি বলেন, 'আমাদের দুনিয়ায় কেউ নেই। আমাদের কোনো পিছুটান নেই। জনগণই আমাদের পরিবার।'
Comments