সিরিয়ায় নিহত সহস্রাধিক, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক সপ্তাহ আগে শুরু হওয়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ১ লাখ ২৮ হাজার ৫৭১ জন বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
দেশটিতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দ্রুজ এবং বেদুইনদের মধ্যে লড়াই বন্ধ করতে পূর্ববর্তী চুক্তি ব্যর্থ হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রোববার সকালে সোয়েদা শহরের উপকণ্ঠ থেকে এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, প্রদেশের কিছু স্থানে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরিটি জানিয়েছে, এক সপ্তাহ আগে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩৩৬ জন দ্রুজ, অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ২৯৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া ৩৪২ জন সরকারি নিরাপত্তা কর্মী এবং ২১ জন সুন্নি বেদুইন নিহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রত্যক্ষদর্শী, দ্রুজ গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাটি সিরিয়ার সরকারি বাহিনীকে বেদুইনদের পক্ষ নেওয়ার এবং কয়েকদিন আগে সোয়েদা প্রবেশের সময় হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করেছে।
এমন পরিস্থিতিতে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সোয়েদাতে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং ডিসেম্বরে দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সূত্র: ফ্রান্স 24
Comments