মেয়ে জন্মের পরদিনই কিয়ারা-সিদ্ধার্থের আবেগঘন অনুরোধ

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি এক কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সন্তানের জন্মের একদিন পরেই ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতি একটি আবেগঘন অনুরোধ জানিয়েছেন তারা এই বিশেষ সময়ে যেন তাদের গোপনীয়তা রক্ষা করা হয় এবং সন্তানটির ছবি না তোলা হয়।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, 'শেরশাহ' খ্যাত এই দম্পতি বৃহস্পতিবার (১৭ জুলাই) এক যৌথ বিবৃতিতে বলেন, আপনাদের ভালোবাসা ও শুভকামনার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা যখন এই নতুন অভিভাবকত্বের যাত্রা শুরু করছি, চাই আমাদের এই সময়টা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তাই অনুরোধ করছি ছবি নয়, শুধু দোয়া দিন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।
এই আহ্বানের মধ্য দিয়ে তারা সেই তারকা দম্পতিদের কাতারে যোগ দিলেন যারা সন্তানের গোপনীয়তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন। এর আগে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, রানি মুখার্জি ও আদিত্য চোপড়াও তাদের সন্তানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন।
কিয়ারা ও সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বুধবার (১৬ জুলাই) একটি গোলাপি রঙের থিমে সাজানো পোস্টে তাদের কন্যা সন্তানের আগমনের খবর জানান। সেখানে লেখা ছিল, আমাদের হৃদয় পূর্ণ, আমাদের জীবন চিরতরের জন্য বদলে গেল। আমরা একটি কন্যাসন্তানে আশীর্বাদপ্রাপ্ত। কিয়ারা ও সিদ্ধার্থ। সঙ্গে ছিল হাতজোড়া ইমোজি, লাল হৃদয়ের ইমোজি।
নতুন অতিথিকে স্বাগত জানিয়ে বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। সিদ্ধার্থের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সহ-অভিনেত্রী আলিয়া ভাট, বর্তমান 'পরম সুন্দরী' সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুর, মাহীপ কাপুর, ভাবনা পান্ডে, পরিণীতি চোপড়া, ভূমি পেডনেকার এবং ডিজাইনার মণীশ মালহোত্রাসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
Comments