জার্মানির বার্লিনে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা

জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্বশাখার উদ্যেগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে।
মঙ্গলবার ৮ জুলাই নগরীর রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই সভায় জার্মান বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ সুইজারল্যান্ড থেকে আসা নেতারাও যোগ দেন।
সংগঠনের সদস্য সচিব মোঃ ইব্রাহীম সারোয়ারের সঞ্চালনায় কোরআন তেলওয়াত করেন যুবনেতা আবু তাহের। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সুহেব আহমেদ, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমদ শাহিন ও প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সেলিম হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর,১নম্বর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ২নম্বর যুগ্ম আহবায়ক জাকের হোসেন, জার্মান বিএনপির সিনিয়র নেতা হামিদুল ইসলাম হেলাল, আব্দুর রউফ, আবু হানিফ, অপু চৌধুরী, কাজী রেজাউল হক সাঈদ, গিয়াসউদ্দিন টিপু, নিজাম দোকানদার, মোসলেহ উদ্দিন, জার্মান বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সাবেক সভাপতি মো: জসিম সিকদার, বার্লিন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল বেপারি, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ,

যুগ্ম আহ্বায়ক আহমেদ সাগর, মো: ওযায়ের আহম্মেদ পলাশ, মুহাইমিনুল ইসলাম মিশু, সুজন হোসেন সামাদী, সাজ্জাদ হোসেন আলিফ,১নম্বর সিনিয়র সদস্য সাজ্জাদ আলী সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারা। অতিথিদের মধ্যে জার্মান স্বেচ্ছাসেবক দল পশ্চিমের আহবায়ক মাহমুদুল হাসান ভূঞা ও সদস্য সচিব মোঃ রেদোয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।
জার্মান যুবদলের পক্ষে যুবদল নেতা আনহার মিয়া, আব্দুল হান্নান রুহেল ,একরাম হোসেন, আব্দুর শহিদ, সোহেল চৌধুরী ,হাছিবুল আহমেদ আসিফ ,আরিফ আহমেদ ,তারেক, আবু তাহের, তানজিল, মো: জাবেদ আহমেদ, বেলাল খান , শাহিন, শাকিল, রোমেলসহ আরো অনেকে ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন আহমদ শাহীন বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। শুধু দেশে নয় প্রবাসেও সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে এগিয়ে আসতে হবে। এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা। বক্তব্যে তিনি ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন বলে জানান নাসির আহমদ শাহীন। সভার প্রধান বক্তা সেলিম হোসেন বলেন, এই ৩১দফা রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সমন্বিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা—যা জনগণের মৌলিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবিক শাসনের ভিত্তি স্থাপন করবে।
সভায় আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জার্মান স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি সাঈদুর রহমান সাঈদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে জুলাই আন্দোলনের উপর তথ্যচিত্র প্রদর্শনের পর জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি দোয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন সাগর, আনিকাসহ প্রবাসী গুণি শিল্পীরা।
Comments