স্বামীকে নিয়ে হাসপাতালে কিয়ারা

বলিউড অভিনেতা, স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও শাশুড়িকে নিয়ে হাসপাতালে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তে ভিডিও। ভাইরাল ভিডিওতে অভিনেত্রীর বাবাকেও হাসপাতালে অবস্থান করতে দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, মে মাসে মেট গালার মঞ্চে শেষ বার ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী। এরপর থেকেই আড়ালে রয়েছেন।
শনিবার (১২ জুলাই) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরিবার ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে একটি হাসপাতালে ঢোকেন অভিনেত্রী। এ সময় পাপ্পরাজিরা তার ছবি নিতে চাইলে একটি হলুদ ছাতা দিয়ে নিরাপত্তাকর্মীরা আড়াল করেন নায়িকাকে।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে কালো রংয়ের পোশাক পরে এসেছিলেন কিয়ারা। মুখে মাস্ক পরেছিলেন। এ সময় তার শারীরিক গঠনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। মাতৃত্বের কারণে ওজনও বেড়েছে অভিনেত্রীর।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে কালো রংয়ের পোশাক পরে এসেছিলেন কিয়ারা। মুখে মাস্ক পরেছিলেন। এ সময় তার শারীরিক গঠনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। মাতৃত্বের কারণে ওজনও বেড়েছে অভিনেত্রীর।
Comments