ধর্ষণের দায়ে কে-পপ তারকার সাড়ে ৩ বছরের জেল

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত জুনে এ গায়ক এবং তার দুই সহযোগী একজন চীনা পর্যটককে পালাক্রমে ধর্ষণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ৩২ বছর বয়সী গায়ক তাঈলের সঙ্গে দুই সহযোগীর একজনের নাম লি এবং অন্য জনের নাম হং।
আদালতে সাক্ষ্য প্রমাণের পর সিউলের জেলা বিচারক এ অপরাধকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন। তবে আসামী পক্ষের আইনজীবী বিচারককে জানান, অপরাধীদের এটাই প্রথম অপরাধ। তাই তাদের শাস্তি সাত বছর কমিয়ে অর্ধেক করার অনুরোধ জানান।
প্রসঙ্গত, শুনানি থেকে জানা যায়, ধর্ষণের আগে গায়ক ও দুই সহযোগীদের সঙ্গে ভুক্তভোগী একটি বারে মদ্যপান করছিলেন। অত্যধিক মদ্যপানে চীনা নাগরিক অজ্ঞান হয়ে গেলে তাকে নিয়ে সবাই লির বাড়িতে যান এবং সেখানেই পালাক্রমে ধর্ষণ করেন।
Comments