দলের কোনো কর্মী মবে জড়িত না: জামায়াত আমির

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামী সব সময় মব বিরোধী মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, মব আমরা চাই না। আমরা মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।
জামায়াত আমির বলেন, আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।
তিনি আরও বলেন, যদি'র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।
দীর্ঘ ১৭ বছর পর উত্তরের জনপদ রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনসভা করতে যাচ্ছে। বেলা ৩টায় এই জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুরে আসেন দলের আমির ডা. শফিকুর রহমান।
Comments