মাদারীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে জমি কিনতে আসা এক নারীর ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে অত্যন্ত জনাকীর্ণ এই সরকারি অফিসের ভেতর সুকৌশলে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মাহফুজা বেগম মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার ঠান্ডু সিপাহীর স্ত্রী। তিনি জানান, জমি কেনার উদ্দেশ্যে সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। অফিসের ভেতরে অবস্থানকালে এক নারী ও এক পুরুষ সদস্যের একটি চক্র কৌশলে তার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে দেয় এবং তা তুলে দেওয়ার অনুরোধ করে।
মাহফুজা বেগম মানবিক কারণে নিচু হয়ে টাকাগুলো তুলতে গেলে, সেই সুযোগে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ভিড়ের মধ্যে চম্পট দেয়। পরে ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীদের ধরা সম্ভব হয়নি।
নিঃস্ব হয়ে পড়া মাহফুজা বেগম বলেন, "একটি সরকারি অফিসের ভেতর থেকে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল, অথচ কেউ আমাকে সাহায্য করতে পারল না। এই টাকা হারিয়ে আমি এখন পথে বসে গেছি। আমি এর বিচার চাই।"
এ বিষয়ে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন অনেকটা দায়সারা মন্তব্য করেছেন। তিনি বলেন, "টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তাছাড়া সাব-রেজিস্ট্রার অফিসে এভাবে টাকা লেনদেন করারও কোনো নিয়ম নেই।" তবে সাধারণ মানুষ বলছেন, সরকারি অফিসের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, "আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Comments