মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মধ্য হোসনাবাদ এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে মৃত নুরুল আমিন পাটোয়ারীর বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ৪-৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। নুরুল আমিনের স্ত্রী সুমা আক্তার (৪২) মাদারীপুর শহরে অবস্থান করছিলেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরের তালাবদ্ধ দরজা এবং স্টিলের আলমারি ভাঙা। আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র তছনচ অবস্থায় পড়ে রয়েছে।
সুমা আক্তার জানান, ডাকাতরা তার দীর্ঘ ২৬ বছরের সংসারের সঞ্চয় ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ১টি হীরার আংটি, ২টি হীরার নাকফুল এবং ৩.৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ টাকা। আইফোন ১১, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন এবং প্রেশার মাপার মেশিন। শাড়ি, কম্বল, কমফোর্টারসহ ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প।
কান্নাজড়িত কণ্ঠে সুমা আক্তার বলেন, "আমার দুই ছেলে ইতালি প্রবাসী এবং স্বামী সাউথ আফ্রিকায় মারা গেছেন। আমি ঘরে থাকলে হয়তো আমাকে মেরেই ফেলত। আমি সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন বলেন, "এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এটি পুরো এলাকাবাসীর দাবি। ভুক্তভোগীর শাশুড়ি জানান, এর আগেও পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু কোনো কাজ হয় নাই।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আপনার মাধ্যমেই আমি জানতে পারলাম। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Comments