গোপালগঞ্জে ইজিবাইক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, মাসহ আহত-৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এতে ওই শিশুর মাসহ আহত হয়েছে আরো ৬ জন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ানী) দুপুরে টুঙ্গপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু ঋষি মজুমদার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।
ওসি মো: আইয়ুব আলী জানান, টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইকটি কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি যাচ্ছিল। এসময় ইজিবাইকটি গোপালপুর ইউনিয়নের চাপরাইল সেতুর পাশে পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী একটি মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশু ঋষির মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। আহতদের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। #
Comments