ইতিবাচক গতিতে শেষ হলো সপ্তাহের লেনদেন

আজ শেষ হওয়া সপ্তাহে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধানসূচক সপ্তাহজুড়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার (০১ জুলাই) লেনদেন বন্ধ ছিল। বাকি চার কর্মদিবসের মধ্যে তিনদিনই প্রধান সূচক ঊর্ধ্বমুখী ছিল। সেইসাথে লেনদেনও আজ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। যা বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (৩০ জুন) ডিএসইর প্রধানসূচক সামান্য এক পয়েন্ট কমেছিল। বাকি দিনগুলোতে সূচক উর্ধ্বমুখী ছিল। রোববার ডিএসইএক্স সূচক প্রায় ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর বুধবার প্রায় ২৭ পয়েন্ট এবং সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রায় ২৯ পয়েন্ট বেড়েছে। এতে দেখা যায়, চলতি সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৮৩২ পয়েন্ট থেকে মোট ৬৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই উত্থান পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। সোমবার কমে দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকায়। বুধবার বেড়ে দাঁড়ায় ৪৭৯ কোটি ৫২ লাখ টাকায়। আর বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আরও বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ কোটি ১৮ লাখ টাকায়। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স এবং ব্লু-চিপ ডিএস৩০ সূচক ইতিবাচক থাকলেও শরীয়াহ-ভিত্তিক ডিএসইএস সূচক এক পয়েন্টের কম নেতিবাচক ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৬.১১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এরমধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৮১টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা তিন খাত হচ্ছে ব্যাংক, ওষুধ ও রসায়ন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত। এরমধ্যে ব্যাংক খাতে লেনদেন হয় ৮৯ কোটি টাকা। ওষুধ খাতে ৬৪ কোটি এবং খাদ্য খাতে ৫৫ কোটি টাকা। আজ বাজারে নেতৃত্ব দিয়েছে ব্যাংক খাত। লেনদেনের পাশাপাশি এ খাতে ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই-এর চিত্রও ইতিবাচক। আজ ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৮.৪৪ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৬০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৩৩২ পয়েন্টে।
Comments