নিজের মৃত্যুর গুজবে ক্ষোভ ঝাড়লেন মাহিয়া মাহি

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমনই এক ভিত্তিহীন গুজবের শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তার মৃত্যুর খবরে হতবাক অনেকে। তবে মাহি নিজেই সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।
মাহি রোববার (২৯ জুন) ফেসবুক পোস্টে লেখেন, 'আমি আছি, মরি নাইরে ভাই।' এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানান দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেইজে 'বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার'—এই শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ার পরপরই মাহি তার ভক্ত ও অনুসারীদের আশ্বস্ত করতে ফেসবুকে লেখেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেক দিন ধরে তাকে নতুন কোনো সিনেমা বা শুটিংয়ে দেখা যাচ্ছে না। তবে ব্যক্তিগত জীবন এবং রাজনীতির কারণে তিনি আলোচনায় ছিলেন। দেশ ছাড়ার পর কিছু মহল থেকে গুঞ্জন উঠেছিল—তিনি রাজনৈতিক চাপে দেশ ছেড়েছেন এবং আর ফিরবেন না।
তবে এই গুঞ্জনও নাকচ করে দিয়েছেন মাহি। তিনি জানান, বিদেশে থাকলেও খুব দ্রুতই দেশে ফিরবেন। কাজের ব্যস্ততায় আপাতত পর্দায় না দেখা গেলেও, শিগগিরই নতুন খবর নিয়ে দর্শকের সামনে হাজির হবেন বলেও জানান এই অভিনেত্রী।
Comments