ববির অবকাঠামো উন্নয়নসহ তিন দফা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এসব শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২ হাজার শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যাবস্থা থাকলেও বাকি ৮ হাজার শিক্ষার্থীদের জন্য ব্যাবস্থা নেই। তাছাড়া ক্যাম্পাসের পরিধি বাড়ানো ও পরিবহন সংকট দির্ঘ দিনের।
এসব দাবিতে দীর্ঘ দিন ধরে তারা অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের লিখিত আশ্বাস তারা পাননি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা।
অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে লিখিত আকারে প্রকাশ করতে হবে বলে দাবী করেছে শিক্ষার্থীরা। এ দাবী বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অন্যদিকে সড়ক অবরোধের কারনে মহাসড়কে দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
Comments