গাইবান্ধায় মিছিলে নেতৃত্ব দেওয়ার পর দুই সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও গাইবান্ধা পৌর ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা জেলায় হঠাৎ করে গত ২দিন আগে এই দুই নেতার নেতৃত্বে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বগুড়া সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ ও গাইবান্ধা পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন ওরফে ভ্যাংচা বাবু।জানা যায়, লতিফ ও বাবু দুইজনের নেতৃত্বে গত কয়েকদিন থেকে গাইবান্ধায় ঝটিকা মিছিল করিতেছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা বলেন,নাশকতাসহ সরকারবিরোধী অপতৎপরতার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনই এজাহারভুক্ত আসামি।
Comments