ডিএসইতে তিনদিনে ৯০ পয়েন্ট বেড়েছে সূচক

ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজার দ্রুত ইতিবাচক ধারায় ফিরে এসেছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে আজ সূচক ও লেনদেনে বড় উল্লম্ফন ঘটেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে বাজারে বড় ধরনের পতন ঘটে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে যায়, যা বাজারের সার্বিক পরিস্থিতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।
পরেরদিন সোমবার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। এই খবরে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বাজার ইতিবাচক ধারায় আসে। সোমবার ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বৃদ্ধি পায় এবং লেনদেন বেড়ে ২৭৬ কোটি ৫৩ লাখ টাকায় দাঁড়ায়। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক আরও ২২ পয়েন্ট বৃদ্ধি পায় এবং লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়ে ৩৭২ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছায়।
আজ বুধবার ডিএসইএক্স প্রায় ৫০ পয়েন্ট বৃদ্ধি পায়। যা বাজার ঘুরে দাড়ানোর ইঙ্গিত দেয়। এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। গত তিনদিনে ডিএসইর প্রধান সূচক মোট ৯০ পয়েন্ট ফিরে পেয়েছে।
আজ (২৫ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৭.৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯০.০৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৫টি বা ৭৪ শতাংশের দর বেড়েছে, কমেছে ৪৬টির এবং ৫৯টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
৬৫ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়ে খাদ্য ও আনুসঙ্গিক খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৬৫ কোটি টাকার বেশি। ব্যাংক খাতে লেনদেন হয় ৪৫ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬২.৬৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে ২০ পয়েন্টের বেশি।
Comments