মোংলা-খুলনা-বেনোপোল রেলপথে ট্রেনের সময়সূচি বদলের প্রস্তাব

মোংলা-খুলনা-বেনাপোল রেলপথে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে এবং মোংলা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছেড়ে যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, এই সময়সূচি বন্দরকেন্দ্রিক কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় যাত্রীদের জন্য কিছুটা অসুবিধাজনক। বিষয়টি তুলে ধরে ৩০ এপ্রিল রেলপথ মন্ত্রণালয়ে একটি ডিও পত্র পাঠায় কর্তৃপক্ষ।
বিষয়টি আমলে নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা ১৯ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মতামত দেওয়ার জন্য নির্দেশ দেয়। এতে বলা হয়, সময়সূচি পরিবর্তনের বিষয়টি বিধি অনুযায়ী যাচাই করে মতামত পাঠাতে হবে।
রোববার (২৫ মে) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়, সময়সূচি বদলের প্রস্তাব বন্দর ও উপকূলীয় জনসাধারণের সুবিধার কথা ভেবেই দেওয়া হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, সময়সূচি নতুন করে নির্ধারণ করা হলে যাত্রীসেবা ও পণ্য পরিবহন আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কার্যকর হবে।
Comments