হারের পর রেফারিকে দুষলেন ফ্লিক

সান সিরোতে মঙ্গলবার (৬ মে) রোমাঞ্চকর এক সেমিফাইনাল দেখল পুরো বিশ্ব। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের নাটকীয় প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে বার্সেলোনা। বিদায়ের পর রেফারির দিকে আঙুল তুলেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। পাশাপাশি দলের পারফরমেন্সে খুশি এই জার্মান কোচ।
অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলে সমতায় শেষ হয়েছিল বার্সেলোনা-ইন্টার মিলানের প্রথম লেগ। ফলে সান সিরোতে চূড়ান্ত ফলের অপেক্ষায় ছিল সকলে। সেই চূড়ান্ত লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথমে দুই গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর তিন গোল দিয়ে এক পা ফাইনালে প্রায় দিয়েই ফেলেছিল বার্সেলোনা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে গিয়ে ইন্টার শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
চলতি মৌসুমে ফ্লিকের অধীনে দারুণ খেলছে বার্সেলোনা। অনেকে ধরেই নিয়েছিল, এবার বার্সেলোনা আবারও ট্রেবল জিততে পারে। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর এবার তো আর ট্রেবল জেতা হচ্ছে না তাদের তা নিশ্চিত। সেমিফাইনালে ইন্টারের কাছে হারের পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক আঙুল তুলেছেন রেফারির উপর।
ফ্লিক বলেন, 'আমি জানি, সবাই হতাশ। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু… রেফারিকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, তবে প্রতিটি ৫০-৫০ সিদ্ধান্ত ওদের (ইন্টার) পক্ষে গেছে। আমি হতাশ অবশ্যই, তবে আমার দলকে নিয়ে নই। ওরা সবটুকু চেষ্টা করেছে। যা হওয়ার হয়ে গেছে। আমরা বাদ পড়েছি। পরের বছর চেষ্টা করব সমর্থকদের খুশি করতে।'
এই ম্যাচের রেফারি ছিলেন সিমন মার্চিনিয়াক। যাকে মনে করা হয় বিশ্বের সেরা রেফারিদের একজন। তবে এই ম্যাচে তার রেফারিংয়ে অসন্তুষ্টি আবারও ফুটে উঠল ফ্লিকের কণ্ঠে।
বার্সেলোনার কোচ বলেন, 'রেফারিকে নিয়ে কথা বলতে পছন্দ করি না… আমার যা মনে হয়েছে, তাকেই (রেফারি) বলেছি। তাকে কী বলেছি, তা এখানে বলতে চাই না…। রেফারিকে নিয়ে হয়তো একটু বেশিই বলে ফেলেছি। রেফারির কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি, তবে সেসব মেনে নিতেই হবে।'
Comments