নতুন দুঃসংবাদ দিলেন আনচেলত্তি

গেতাফেকে হারিয়ে লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে তরুণ তুর্কি আর্দা গুলেরের একমাত্র গোলে কলিসিয়াম থেকে জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। লিগের মীমাংসার জন্য অপেক্ষা বাড়লেও কঠিন পরীক্ষা রিয়ালের দরজায় কড়া নাড়ছে।
আগামী শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দুই দেখাতেই রিয়ালকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। ফলে এবার হেরে গেলে হ্যাটট্রিক হারের স্বাদ পাবে মাদ্রিদের জায়ান্টরা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাই ভোল্টেজ ফাইনালের আগে দুশ্চিন্তায় রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির কপালের ভাঁজ বাড়ছে। একে তো বার্সেলোনার দুর্দান্ত ফর্মের বিপরীতে তার দলের বিবর্ণ দশা। মরার ওপর খাড়ার ঘা হয়ে গেতাফের বিপক্ষে ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়েছে। ফাইনালে তাদের দলে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আগে থেকেই ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও ফারল্যান্ড মেন্ডিকে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আনচেলত্তি। এর ওপর গেতাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফাইনালে বার্সার বিপক্ষে এই দুই খেলোয়াড়কে পাওয়ার বিষয়টিও এখন অনিশ্চিত হয়ে গেল।
গেতাফের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি নতুন করে দুই তারকার ইনজুরিতে পড়ার খবরটি জানান, 'আমরা দেখব আগামীকাল শারীরিক পরীক্ষায় কী জানা যায়, কিন্তু (আলাবা এবং কামাভিঙ্গা) উভয়ই পায়ের পেশির ইনজুরিতে ভুগছেন এবং দেখে মনে হচ্ছে না তারা শনিবার ফাইনাল খেলতে পারবেন।'
মেন্ডি, আলাবা ও কামাভিঙ্গার সম্ভাব্য অনুপস্থিতিতে আনচেলত্তিকে হয়ত লামিনে ইয়ামালকে থামাতে বাঁ প্রান্তের ফুলব্যাক হিসেবে ফ্রান গার্সিয়ার ওপরই ভরসা করতে হবে।
চলতি মৌসুমে ট্রেবলের লড়াইয়ে থাকা বার্সা দুই দেখাতেই রিয়ালকে হারিয়েছে। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলায় ৪-০ গোলে হারে রিয়াল। আর জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের ব্যবধান ছিল ৫-২।
কোপা দেল রে'র ফাইনালেও বার্সাকেই ফেবারিট মনে করছেন আনচেলত্তি, 'একদল ফেবারিট হয়ত থাকে, কিন্তু ফাইনাল তো ফাইনালই এবং যেকোনো কিছুই হতে পারে। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে, কিন্তু আমাদের সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। আজকের জয়টা অনুপ্রেরণা দেবে। প্রথমার্ধ দারুণ ছিল এবং শেষের দিকে অনেক কঠিন ছিল, কিন্তু আমরা জিতেছি।'
Comments