'এ সংগঠন উৎপাদনমুখী ব্যবসা নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে'

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, 'টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার' -এ স্লোগানকে সামনে রেখে এ সংগঠন ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা, পারস্পরিক সম্পর্ক, ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা প্রদান, ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়ীদের স্কিল ডেভেলপ করা, আন্তর্জাতিক ট্রেড ফেয়ার এ অংশ নিয়ে আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে পরিচিতি লাভ এবং উৎপাদনমুখী ব্যবসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফ এর উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে একথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, দেশে লাখ লাখ বেকার যুবকদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে শিক্ষিত বেকার যুবক-যুবতী। যারা চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে চরমভাবে হতাশ। তাদের অল্প পুঁজিতে ব্যবসায় সুযোগ দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে ব্যবসার সম্প্রসারণে সহযোগিতা করবে এ সংগঠন। সর্বোপরি দেশ ও জাতিকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে এ সংগঠন মুখ্য ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, উদ্যোক্তা তৈরিতে সকল বাঁধা দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা চালাবে আইবিডব্লিউএফ।
আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল আলম এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বিআইডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মো. নুরুল হক, সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম, উপজেলা উপদেষ্টা মো.নাছির উদ্দিন, তারেক হোসাইন, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী জসিম উদ্দিন, সদস্য মো. ইব্রাহীম চেয়ারম্যান ও মাঈনুদ্দিন হাসান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জয়নাল আবেদীন, মোর্শেদ আলম, আমান উল্লাহ, নুরুল ইসলাম রাজা ভাই, ছগির আহমদ, মৌলানা মফিজুর রহমান, মোর্শেদ আলম, সৈয়দ সরোয়ার কামাল, মো. মহিউদ্দিন ও মো. আবছার প্রমুখ।
সম্মেলন শেষে আবুল কালাম আজাদ চৌধুরীকে সভাপতি, দিদারুল আলমকে সেক্রেটারি ও কাজী জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট সাতকানিয়া উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কমিটি গঠন করা হয়।
Comments