উভয় বাজারে ইতিবাচক গতি অব্যাহত

আগের দিনের ধারাবাহিকতায় আজও পুঁজিবাজারে ইতিবাচক গতি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক, শেয়ারদর ও লেনদেনে উর্ধ্বগতি গতি দেখা গেছে। ডিএসইতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট উর্ধ্বমুখী হয়।। এরপর উর্ধ্বমুখী অবস্থানে থেকেই বারবার অস্থির ওঠানামা করে শেষ পর্যন্ত প্রায় ১৭ পয়েন্ট ইতিবাচক থাকে। ডিএসইএস সূচক ২দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক প্রায় ৫ পয়েন্ট ইতিবাচক থাকে। লেনদেনে হয় প্রায় ৪৫৩ কোটি টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসইতে ৪৯ শতাংশ বা ১৯১টি কোম্পানির দর বেড়েছে। কমেছে ৩৪ শতাংশ বা ১৪০টির। অপরিবর্তিত ছিল ৬৭টির দর। আগেরদিনের ধারাবাহিকতায় আজও খাদ্য খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৭৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪৭ শতাংশ কোম্পানির। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৫৮ কোটি টাকা। দর বেড়েছে ৪১ শতাংশ কোম্পানির। বস্ত্রখাতে ৫৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬৭ শতাংশ কোম্পানির।
বিএটিবিসি, আল আরাফা ব্যাংক, স্কয়ার ফার্মা, জিপি, ইসলামি ব্যাংকের মতো বড় মূলধনি কোম্পানির দরবৃদ্ধি সূচক ইতিবাচক করতে সাহায্য করেছে।
খাদ্য খাতের লোভেলো আইসক্রিম লেনদেনের শীর্ষে উঠে আসে। শেয়ারটির দর বেড়েছে ১টাকা ৪০ পয়সা। লেনদেন হয় প্রায় ২৯ কোটি টাকার। ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশনের সোয়া ২১ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ২ টাকা ৬০ পয়সা। একটানা বৃদ্ধির পর গতকাল মুনাফা তুলো নেয়া হয় এ কোম্পানি থেকে। বিবিধ খাতের খান ব্রাদার্স পিপির সাড়ে ১৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা। এছাড়া বিচ হ্যাচারি, লিন্ডে বিডি, ফুঁ ওয়াং ফুড, গ্লোবাল হেভি কেমিক্যাল লেনদেন বৃদ্ধির তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে এসআলম কোল্ড রোল্ড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া প্রাইম লাইফ, ট্রাস্ট ইসলামি লাইপ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, ভ্যানগার্ড এএমএল মিউচুয়াল ফান্ড, তোসরিফা দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরপতনে ছিল মিডল্যান্ড ব্যাংক, বিআইএফসি, সোনারগাঁও টেক্সটাইল, লিন্ডে বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ দর পতনের শীর্ষে অবস্থান করে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট, সিএসপিআই সূচক বেড়েছে ৭২ পয়েন্ট। লেনদেন হয় ৫ কোটি ২০ লাখ টাকা। লেনদেন হওয়া ২২০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টিরদর। তবে আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে লোভেলো, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো। ১০ শতাংশ করে বেড়ে হামি ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল ও আমরাটেক দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এ তালিকায় আরো ছিল কাট্টলি টেক্সটাইল, প্রভাতি ইন্স্যুরেন্স, এনার্জি পাওয়ার। দরপতনে ছিল পেনিনসুলা, ওয়াইম্যাক্স, বিআইএফসি, ন্যাশনাল ফিড মিল ও মেট্রো স্পিনিং দরপতনের শীর্ষে উঠে আসে।
Comments