বিএনপির বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন খালেদা জিয়াও

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সভার উদ্বোধনও করেছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, সভার প্রধান উদ্দেশ্য হলো চলমান রাজনৈতিক অস্থিরতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের আহ্বান জানানো। দলটি তাদের ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছে।
দীর্ঘদিন পর আয়োজিত এই বর্ধিত সভা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচি প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত রয়েছেন।
Comments