সাইফ ও নিরাপত্তা ইস্যুতে যা বললেন জ্যাকি শ্রফ
বলিউডের গুণী অভিনেতা জ্যাকি শ্রফ। এক সময় দাঁপিয়ে কাজ করেছেন তবে এখনও পর্দা কাঁপান তিনি। বর্তমানে সাইফ আলি খান ইস্যুতে কথা বলেছেন এই নব্বই দশকের অভিনেতা।
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় চিন্তিত বলিউড পরিবার। হঠাৎ নবাব বাড়িতে এমন ঘটনা ঘটায় সব কাজে যেন ছন্দপতন ঘটেছে। সাইফের স্ত্রী কারিনা কাপুর খান হাসপাতালে যাওয়া আসার মধ্যেই রয়েছেন।
এবার সংবাদমাধ্যমে কথা বলার সময় মেজাজ হারিয়েছেন জ্যাকি শ্রফ। তিনি বলেন, 'এই ঘটনা যে হৃদয়বিদারক তা নিয়ে কোনও সন্দেহ নেই।'
জ্যাকি বলেন, 'এই ঘটনায় মানে এটা না যে পুরো মুম্বাই শহর আর নিরাপদ নয়। এবার থেকে তারকাদের নিজের ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।'
এদিকে, সাইফের হামলাকারী গ্রেফতার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।
সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন লীলাবতী হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সাইফ। আগামী ২১ জানুয়ারি হাসপাতাল ছাড়তে পারেন ভারতের ছোট নবাবখ্যাত এ বলিউড তারকা।