বাবাকে দেখতে হাসপাতালে হাজির তৈমুর-জেহ
কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম বলিউড অভিনেতা সাইফ আলী খান। তবে কোনো সিনেমার জন্য নয়, বরং বান্দ্রায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হওয়ার পরেই তাকে নিয়ে এত আলোচনা। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে নেয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে, সেখানেই চিকিৎসা চলছে তার।
বাস্তবে হিরোর মতই সন্তানের সুরক্ষায় নিজের প্রাণ বাজি রেখেছিলেন সাইফ আলী। আর এবার বাবাকে দেখতে হাসপাতালে হাজির হলো সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর এবং জেহ।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) দুই ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছান কারিনা কাপুর। নিরাপত্তার বলয়ের মধ্যে একাধিক গৃহকর্মীর সঙ্গে হাসপাতাল যান অভিনেত্রী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করালেন কারিনা। এমনিতেই ক্যামেরার সামনে বেশ হাসিখুশি থাকে ছোট ছেলে জেহ। তৈমুর একটু বড়, সে শান্ত স্বভাবের।
তবুও ক্যামেরার সামনে উৎফুল্ল থাকে দুই ভাই। তবে এই দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় কিছুটাা মন খারাপ ছিল এ তারকা দম্পতির দুই ছেলের। এ ঘটনার দিন কারিনার বোন কারিশমা কাপুর এসে তৈমুর-জেহকে নিজের বাড়িতে নিয়ে যান।
গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।