ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীতে ৭ জন আটক
ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রিয়াজ গোলদার (২৫) নামে একজন। আর ছিনতাইয়ে অভিযোগে গ্রেপ্তার অন্য ছয়জন হলেন মো. সিয়াম (২৩), মো. রনি (১৯), মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, কলাবাগানে গরু ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে রিয়াজ গোলদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
পুলিশ বলেছে, মেহেদী হাসান, আহমেদ শাহ, কাজী আনোয়ার হোসেন ও আবদুল লতিফ গরু ব্যবসায় জড়িত। গত বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে গাবতলী গরুর হাট থেকে তাঁরা ১১টি গরু কেনেন। পরে তাঁরা রাখালদের সরদার জাকিরের কাছে গরুগুলো বুঝিয়ে দেন। জাকির রাত দুইটার দিকে গাবতলী গরুর হাট থেকে পিকআপ ভ্যানে করে গরু ব্যবসায়ীদের কাছে গরুগুলো পাঠানোর ব্যবস্থা করেন। রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর শুক্রাবাদের এক গরু ব্যবসায়ীর কাছে দুটি গরু বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে রাত সাড়ে চারটার দিকে কলাবাগান এলাকায় পিকআপ থেকে তিনটি গরু নামানোর সময় একদল ডাকাত চাপাতি দিয়ে হামলা চালায়। ডাকাতেরা গরু নিয়ে পালিয়ে যায়। এই ডাকাতির সঙ্গে রিয়াজ গোলদার জড়িত।
অন্যদিকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সিয়াম ও রনিকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির চারটি মামলা রয়েছে।
এ ছাড়া রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুমন, ওসমান গনী, সোহেল ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।